News Section:

অলিম্পিকের মশাল বইবেন অমিতাভ বচ্চন

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লন্ডন অলিম্পিক উদ্বোধনের আগের দিন মশাল বইবেন ভারতীয় চলচ্চিত্র তারকা অমিতাভ বচ্চন। ৬৯ বছর বয়সী এই অভিনেতা বুধবার টুইটারে এক ক্ষুদে বার্তায় বলেন, বৃহস্পতিবার লন্ডন সময় সকাল সাড়ে ১০টায় রিলে দলের অংশ হয়ে মশাল বইবেন তিনি। “ ওকে!! হেয়ার ইট ইজ: লন্ডন অলিম্পিকের আয়োজকরা আমাকে আগামীকাল র‌্যালিতে মশাল বহনের আমন্ত্রণ জানিয়েছেন।” ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এই আমন্ত্রণ পেয়ে একজন ভারতীয় হিসাবে ‘সম্মানিত’ বোধ করার কথাও জানিয়েছেন অমিতাভ। “এটা আমার জীবনের একটি গর্বের মুহূর্ত”, বলেন তিনি। এবারের অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একটি গানে সুর দিয়েছেন ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমান। অস্কারজয়ী চলচ্চিত্র স্লামডগ মিলিয়নিয়ারের পরিচালক ড্যানি বয়েলও থাকছেন তার সঙ্গে। এ আর রহমান ইতোমধ্যে জানিয়েছেন, যুক্তরাজ্যে ভারতীয় সংস্কৃতির প্রভাব নিয়ে এই গানের সুরে থাকবে পাঞ্জাবি আমেজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১০২০ ঘ.