News Section:

সাত বছরের মধ্যে সর্বোচ্চ হারে এডিপি বাস্তবায়ন

সদ্যবিদায়ী অর্থবছরে (২০১১-১২) সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৯২ শতাংশ বাস্তবায়ন করা হয়েছে। এ হার বিগত সাত বছরের মধ্যে সর্বোচ্চ। গত অর্থবছরে সংশোধিত এডিপির আকার ছিল ৪১ হাজার ৮০ কোটি টাকা। আর বছর শেষে ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা খরচ করতে সমর্থ হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, মূল্যায়ন ও পরিবীক্ষণ বিভাগের (আইএমইডি) সাময়িক হিসাবে এসব তথ্য পাওয়া গেছে। প্রসঙ্গত, বছরের শুরুতে ৪৬ হাজার কোটি টাকার মূল এডিপি হাতে নেওয়া হয়। পরে বাস্তবায়ন না হওয়ায় প্রতিবারের মতো তা কাটছাঁট করা হয়। আইএমইডি সূত্রে আরও জানা গেছে, এবারও দেশজ উৎস থেকে অর্থ খরচের আগ্রহ বেশি ছিল মন্ত্রণালয়গুলোর। জুলাই-জুন মাসে স্থানীয় মুদ্রায় ২৫ হাজার ৩৮ কোটি টাকা বা বরাদ্দের ৯৬ শতাংশ খরচ হয়েছে। সংশোধিত এডিপিতে স্থানীয় মুদ্রায় বরাদ্দ ছিল ২৬ হাজার ৮০ কোটি টাকা। তবে বিদেশি সহায়তার ১২ হাজার ৩৩৫ কোটি টাকা বা ৮২ শতাংশ খরচ হয়েছে। সংশোধিত এডিপিতে বিদেশি সহায়তার সংস্থান ছিল ১৫ হাজার কোটি টাকা। প্রতিবারের মতো এবারও শেষ মুহূর্তে অর্থ খরচের প্রবণতা থেকে বের হয়ে আসতে পারেনি মন্ত্রণালয়গুলো। গত জুন মাসে এডিপির আট হাজার ৮১৯ কোটি টাকা খরচ হয়েছে। অর্থবছরের প্রথম ১১ মাসে সংশোধিত এডিপির ২৮ হাজার ৫৫৩ কোটি টাকা বা ৭০ শতাংশ খরচ হয়েছে। আইএমইডির দায়িত্বশীল এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আইএমইডি সাময়িকভাবে গত অর্থবছরের এডিপি বাস্তবায়ন হার নির্ধারণ করেছে। এখন মন্ত্রীর অনুমোদন সাপেক্ষে তা চূড়ান্ত করা হবে। বাস্তবায়ন-পরিস্থিতি: গত অর্থবছরে সংশোধিত এডিপিতে বরাদ্দের অর্ধেকও কম খরচ করতে পারেনি চারটি মন্ত্রণালয় ও বিভাগ। এগুলো হলো: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় (২০ শতাংশ), ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (৩০ শতাংশ), শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় (৩৬ শতাংশ) এবং পররাষ্ট্র মন্ত্রণালয় (৪১ শতাংশ)। আবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ ১০৬ শতাংশ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ১০৪ শতাংশ, পাবর্ত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ১০১ শতাংশ (বরাদ্দের) অর্থ খরচ করে ফেলেছে। আর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বিদ্যুৎ বিভাগ তাদের বরাদ্দের শতভাগ অর্থ খরচ করেছে। সবচেয়ে বেশি টাকা খরচ করেছে—এমন শীর্ষ পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগ হলো: স্থানীয় সরকার বিভাগ (৮,৮৬৫ কোটি টাকা), বিদ্যুৎ বিভাগ (৭,১৮৫ কোটি টাকা), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় (৩,০৩৫ কোটি টাকা), সড়ক বিভাগ (২,৭২৯ কোটি টাকা) এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (২,৪৬০ কোটি টাকা)। বিগত এক দশকের মধ্যে ২০০৪-০৫ অর্থবছরে ৯৩ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছিল। তবে ২০১০-১১ অর্থবছরে ৯২, ২০০৯-১০ অর্থবছরে ৯১, ২০০৮-০৯ অর্থবছরে ৮৬, ২০০৭-০৮ অর্থবছরে ৭৮ , ২০০৬-০৭ অর্থবছরে ৭৮ ও ২০০৫-০৬ অর্থবছরে ৮৮ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছিল।