Hobagoma's Darguti ( হব্যাগুমার দাড়াগুটি)

জনশ্রুতি অনুযায়ী অপর দুটো কবর হব্যা (হবিব) ও গুমা নামে দুই পালোয়ানের। সমাধি দুটো উত্তর দক্ষিণে j¤^vjw¤^| ফলে বুঝা যায়যে সমাধি দুটো কোন মুসলিম ব্যক্তির হয়ে থাকতে পারে। তবে এ দুটো সমাধিতে শায়িত দুই ব্যক্তির পরিচয় এখনো রহস্যাবৃত হয়ে আছে। সমাধির কাছেই দুটো পাথর আছে। একটি j¤^v এবং অপরটি ছোট। লোকজন এ দুটো পাথরকে ’দাড়াগুটি’ (ক্রিকেটের মত আঞ্চলিক খেলা। ব্যাটের মত দাড়া দিয়ে গর্তে রাখা গুটির অগ্রভাগে আঘাত করলে, গুটি লাফিয়ে উঠে, তখন দাড়া দিয়ে গুটিকে আঘাত করে যত দূর নেয়া যায়। আবার ঐ গুটি অন্য জন লুফে নিলে সে জয়ী হয়, অন্যথায় ঐ গুটি পূর্বের গর্তে রাখা দাড়াতে আঘাত করতে হয়) বলে অভিহিত করে। প্রচলিত আছে যে, হব্যা ও গুমা দুজনে এ দুটো পাথর দিয়ে দীঘির মধ্যে দাড়াগুটি খেলত। হব্যা গুমার কবর দুটি এখন ইটের ছোট পাচিল দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। সেখানে প্রায়শ দূরবর্তী অঞ্চল থেকে হিন্দু এসে পূজা অর্চনা করেন। বাড়ীর মালিকও ধীরে ধীরে এ স্তুপকে একটি তীর্থস্থানে পরিণত করতে আগ্রহী হতে দেখা যায়, তবে তাদের দ্বিধা দ্বন্দ্বও আছে।